আল নাসেরে যোগ দিতে সৌদি আরব (Portuguese Superstar) পৌঁছলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। সোমবার মধ্যরাতে বিশেষ বিমানে করে রিয়াধে পৌঁছন ৩৭ বছরের পর্তুগিজ তারকা। কড়া নিরাপত্তার ঘেরাটোপে পরিবার নিয়ে সৌদির (Saudi Arabia) একটি বিলাসবহুল হোটেলে উঠেছেন তিনি। সঙ্গে রয়েছেন তাঁর বান্ধবী জর্জিনা রড্রিগেজ ও সন্তানেরা। এছাড়াও সঙ্গে রয়েছেন সিআর সেভেনের সহকারীরা।
সোমবার মধ্যরাতে রোনাল্ডো পৌঁছতেই তাঁকে বরণ করে নেয় আল নাসের। আল জাজিরার সংবাদমাধ্যম সূত্রের খবর, মঙ্গলবার রোনাল্ডোকে মাঠে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেবে সৌদির ক্লাব আল নাসের।
আরও পড়ুন- ২১১টি দেশে পেলে'র নামে স্টেডিয়াম, আবেদন করবে ফিফা
বিশ্বকাপের আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় রোনাল্ডোর। কোনও ক্লাব ছাড়াই বিশ্বকাপে খেলেছিলেন এই পর্তুগিজ তারকা। ফলে, বিশ্বকাপের পর তিনি কোন ক্লাবে যোগ দেবেন তা নিয়ে শুরু হয়েছিল জল্পনা। এরপরেই গত সপ্তাহে ইউরোপীয় ক্লাব ছেড়ে মধ্যপ্রাচ্যের ৯ বারের লিগ চ্যাম্পিয়ন ক্লাব আল নাসেরের সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি।