প্রফুল্ল প্যাটেলের (Praful Patel) বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, ভারতীয় ফুটবলকে ধ্বংস করার চেষ্টা করেছেন প্রফুল্ল। ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রাক্তন সভাপতিকে হুঁশিয়ারিও দেয় সুপ্রিম কোর্ট।
সোমবার ভারতীয় ফুটবলের ওপর থেকে প্রশাসক কমিটিকে সরিয়ে দেওয়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে নির্বাচন পিছিয়ে দেওয়ারও নির্দেশ দেয় শীর্ষ আদালত। ২ সেপ্টেম্বর নির্বাচনের দিনও ঘোষণা হয়ে গিয়েছে। শুনানিতে প্রফুল্ল প্যাটেলকে একহাত নিয়েছেন বিচারপতিরা। বর্তমানে দেশের ফুটবলের কঠিন পরিস্থিতির জন্য তাঁকেই দায়ী করেছে শীর্ষ আদালত।
আরও পড়ুন: বিজেপির কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠক, বৈঠকে যোগ দেওয়া নিয়ে জবাব দিলীপ ঘোষের
এদিন সুপ্রিম কোর্টে প্রফুল্ল প্যাটেলের হয়ে উপস্থিত ছিলেন আইনজীবী কপিল সিব্বল। তিনি জানান, AIFF নির্বাচনেক তদারকির জন্য সুপ্রিম কোর্ট রিটার্নিং অফিসার নিয়োগ করতে চাইছে। তাতে কয়েকটি রাজ্যের আপত্তি আছে। এরপরই ক্ষুব্ধ হন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। প্রফুল্ল প্যাটেলের উদ্দেশ্যে বিচারপতি বলেন, "বিশ্বকাপ আয়োজনে বাধা দিচ্ছিলেন। ভারতীয় ফুটবলকে ধ্বংস করার চেষ্টা করেছেন। এখনও করে চলেছেন।" তিনি জানান, রাজ্য সংস্থাগুলির সম্মতি নিয়েই রিটার্নিং অফিসার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ শীর্ষ আদালতে আবেদনও করেননি।