বিশ্ব জয়ের পথে আর একটা মাত্র ধাপ। উত্তেজনায় ফুটছে গোটা দেশ। রবিবারে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত বনাম অস্ট্রেলিয়ার হাইভোল্টেজ ম্যাচ। বিরাট, সিরাজ, শামি, রোহিতদের কাঁধে ভোর করে কার্যত খেলতে নামবে গোটা দেশই। এবছর কাপ হাতে পেলে ২০০৩ সালের শাপমোচন করবে ভারতীয় ক্রিকেট দল।
সেলিব্রেশনে কোনও ত্রুটি রাখতে চাইছে না দেশবাসী। তাই আগেভাগেই কেকের দোকানে লম্বা লাইন। ইন্ডিয়ান ক্রিকেটারদের ছবি দিয়ে উত্তরপ্রদেশের মোরাদাবাদে সেজে উঠেছে রকমারি কেক. চলছে দেদার অর্ডার। জেতার পর সেলিব্রেশনে যাতে দেরি না হয় তাই আগেভাগেই তৈরি দেশবাসী। শ্রেয়স আইয়ার, রোহিত, বিরাটদের থিম কেক বিকোচ্ছে রকমারি দামে।
এদিকে, পুরীর সৈকতে বালুকাশিল্পে ফুটিয়ে তোলা হয় দেশের নানা ইভেন্ট। এবারেও তার অন্যথা হল না। পুরীর বিচেও বিশ্বকাপের প্রস্তুতি তুঙ্গে। বালিতে তৈরি করা হয়েছে ওয়ার্ল্ডকাপের বিরাট মূর্তি ।বালি দিয়ে বিশ্বকাপের প্রতিকৃতি তৈরি করেছেন শিল্পী সুদর্শন পট্টনায়েক।
ICC ODI WC 2023: ফাইনালে কি টিম ইন্ডিয়ার তুরুপের তাস অশ্বিন! শুক্রবার আহমেদাবাদে সারলেন অনুশীলন
মুম্বইতেও ভারতের বিশ্বকাপ জয়ের প্রার্থনায় নেমেছেন ক্রিকেটপ্রেমীরা। আর ফাইনাল যে শহরে হচ্ছে, আহমেদাবাদও গলা ফাটাতে তৈরি। সব মিলিয়ে একদিন আগেই দেশজুড়ে বিশ্বকাপ জ্বর।