কাতার বিশ্বকাপে বিশ্বসেরা দল কারা, জানতে আর মাত্র দু-তিনটে ম্যাচের অপেক্ষা। গত সপ্তাহ তিনেক ধরেই গোটা দুনিয়া ফুটবল জ্বরে আক্রান্ত। ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়া দল বা বিশ্ব চ্যাম্পিয়ন দল কত টাকা পায় পুরষ্কার মূল্য হিসেবে, জানেন? ক্রিকেটের তুলনায় সেই অর্থ কত কম বা বেশি? জেনে নেওয়া যাক।
গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া দলগুলিকে ফিফা দেয় ৭৪ কোটি টাকা (৯ মিলিয়ন ডলার)। প্রি-কোয়ার্টার ফাইনাল খেলা প্রত্যেক দল ফিফার কাছ থেকে পাবে ১০৭ কোটি (১৩ মিলিয়ন ডলার) করে।
কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া দলগুলি ১৪০ কোটি টাকা (১৭ মিলিয়ন ডলার) করে পাবে।
চতুর্থ, তৃতীয় স্থান অর্জন করবে, তারা পাবে যথাক্রমে ২০৬ এবং ২২৩ কোটি টাকা (২৭ মিলিয়ন ডলার)। রানার্স, অর্থাৎ দ্বিতীয় স্থানে থাকা দল পাবে ২৪৮ কোটি টাকা (৩০ মিলিয়ন ডলার)।
সেরার সেরা দল পাবে ৩৪৭ কোটি টাকা (৪২ মিলিয়ন ডলার)।
তুলনায় ক্রিকেটের অর্থ মূল্য বেশ কম। ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপ জেতা ইংল্যান্ড পেয়েছিল ২৮.৬ কোটি টাকা (৪ মিলিয়ন ডলার)। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ড পেয়েছিল প্রায় ১৫ কোটি টাকা।
২০০৮ সালে আইপিএল চ্যাম্পিয়নদের দেওয়া হয়েছিল মাত্র ৪.৮ কোটি। সেই অঙ্ক এখন এসে পৌঁছেছে ২০ কোটিতে।