ফরাসি লিগ ওয়ানে লিলের বিরুদ্ধে শেষ মুহূর্তে করা মেসির ফ্রি কিক জয় এনে দেয় পিএসজি শিবিরকে। ৪-৩ গোলে লিলেকে হারায় তারা। তবে খেলা শেষের আগেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় নেমারকে। ৯৫ মিনিট পর্যন্ত চলছিল রুদ্ধশ্বাস অবস্থা, ম্যাচের ফলাফল তখন ৩-৩। ঠিক সেই সময়ই বক্সের বাইরে থেকে ফ্রিকিক পায় পিএসজি। বাঁ পায়ের জাদুতে দুরন্ত ফ্রিকিক করেন মেসি, জিতে যায় পিএসজি। মেসিকে জড়িয়ে ধরেন নেমার।
বিশ্বকাপে সবাই সবার শুত্রু, কিন্তু একই ক্লাবের জার্সিতে বেশ কয়েক দিন পর মাঠে নামলেন মেসি, এমবাপে, নেমাররা। প্রথম ১৭ মিনিটে এমবাপে ও নেমার পরপর দুটি গোল করে পিএসজিকে ২-০ গোলে এগিয়ে দিয়েছিল। তবে খানিকক্ষণেই এক গোল শোধ করে লিলে। কিন্তু খেলার সেকেন্ড হাফে বদলে যায় সবই। নেমার চোট পান। নেমার চোট পেতেই ৫৮ এবং ৬৯ মিনিটে পরপর দুটি গোল লিলের। শেষে ফ্রিকিকে জয় এনে দেযা মেসি।