এবারের আইপিএল(IPL 2022) একেবারেই ভাল যাচ্ছে না দিল্লি ক্যাপিটালসের(Delhi Capitals)। একাধিক ম্যাচে হারের ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই এবার করোনার(Coronavirus in IPL 2022) থাবা দলে। দিল্লি শিবিরের ৫ জন খেলোয়াড় করোনা আক্রান্ত হওয়ার খবরে শীলমোহর পড়তেই বিসিসিআই(BCCI) এবং আইপিএলের গভর্নিং বডি আসন্ন পাঞ্জাব(PBKS) ম্যাচ পুণে থেকে সরিয়ে নিয়ে গেছে মুম্বইয়ে। ইতিমধ্যেই অবস্থার অবনতি হওয়ায় অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শকে(Mitchell Marsh) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ঘটনার সূত্রপাত শুক্রবার। শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের(RCB) বিরুদ্ধে খেলতে নামে দিল্লি ক্যাপিটালস। তার আগের দিনই কোভিডে আক্রান্ত হন টিমের ফিজিও প্যাট্রিক ফারহার্ট। আরসিবি ম্যাচে দুই টিমকে আলাদা থাকার পরামর্শ দেয় আইপিএল(IPL 2022) কর্তৃপক্ষ। খাবারও আলাদা দেওয়া হয়। এরপরেই ধীরে ধীরে বাড়তে থাকে সংক্রমণ। আক্রান্ত হন মোট ৫ জন।
আরও পড়ুন- Mask Rules : দিল্লির ছোঁয়াচ পড়শি উত্তরপ্রদেশেও, লখনউতে ফের ফিরল মাস্কের ব্যবহার
আইপিএল গভর্নিং কাউন্সিলের নিয়ম অনুযায়ী, টিমের কোনও ক্রিকেটার কোভিডে(Covid 19) আক্রান্ত হলে তাঁকে কমপক্ষে সাতদিন নিভৃতবাসে থাকতে হবে। ২৪ ঘণ্টা আগে কোভিড পরীক্ষায় রেজাল্ট নেগেটিভ এলে তবেই বায়ো বাবলে ফিরতে পারবেন ক্রিকেটার। যদি ফ্র্যাঞ্চাইজির অনেক ক্রিকেটার কোভিডে আক্রান্ত হন, তাহলে মাঠে নামার জন্য আরও একটি নিয়ম আছে। কমপক্ষে টিমের ১২ জন ক্রিকেটারকে কোভিড(Covid 19) নেগেটিভ থাকতেই হবে। তার মধ্যে সাতজন ভারতীয় ক্রিকেটার ও একজন পরিবর্ত ক্রিকেটার থাকতে হবে। যদি ১২ জন ক্রিকেটার না থাকে, তবে সেই টিম খেলতে পারবে কিনা, তার সিদ্ধান্ত নেবে আইপিএল গভর্নিং কাউন্সিল।