মঙ্গলবার মুখোমুখি হবে হার্দিকের গুজরাট টাইটান্স(Gujarat Titans) এবং মায়াঙ্কের(Mayank Aggarwal) পাঞ্জাব কিংস(Punjab Kings)। ডিওয়াই পাটিল স্টেডিয়ামে জিতে লিগ টেবিলে নিজেদের শীর্ষস্থানে ধরে রাখাই লক্ষ্য টাইটানদের(GT)। ৯টি ম্যাচের ১টিতে হেরে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে প্রথমবার আইপিএল খেলা এই দল। অন্যদিকে শুরুটা ভাল করলেও টানা ম্যাচ হেরে পর্যুদস্ত পাঞ্জাব(PBKS) শিবির। শেষ ম্যাচেও লখনউয়ের কাছে হারতে হয়েছে মায়াঙ্ক-শিখরদের। ৯টি ম্যাচের ৫টিতে হেরে এখন লিগ টেবিলের ৭ নম্বরে আছে পাঞ্জাব। ফলে প্রথম চারে জায়গা করতে গেলে এখন পাঞ্জাবকে আর একটাও ম্যাচ হারলে চলবে না।
গত ৮ এপ্রিল শেষ বলে পাঞ্জাবের হাত থেকে ম্যাচ বের করে আনেন রাহুল তেওটিয়া(Rahul Tewatia)। ফলে বদলার ম্যাচে কি পারবে পাঞ্জাব গুজরাটকে হারাতে? সেই কথা খুব জোর দিয়ে বলতে পারছেন না পাঞ্জাবের খেলোয়াড়রাও। শেষ ম্যাচেও একেবারে তীরে এসে তরী ডুবেছে পাঞ্জাবের(PBKS)।
আরও পড়ুন- MS Dhoni CSK: ক্রিকেটার জাডেজাকে চেন্নাইয়ের প্রয়োজন, হায়দরাবাদকে হারিয়ে দাবি নেতা ধোনির
ওপেনিং জুটিতে বড় রান না ওঠা, শিখরের(Shikhar Dhawan) খারাপ ফর্ম, মায়াঙ্কের(Mayank Aggarwal) ধারাবাহিক ব্যর্থতা, সব মিলিয়ে যথেষ্ট চাপে আছে পাঞ্জাব কিংস। আঁটোসাঁটো বল না করায় অধিকাংশ ম্যাচই শেষের দিকে হাত থেকে বেরিয়ে যাচ্ছে। এই বিষয়টিও ভাবাচ্ছে পাঞ্জাব টিম ম্যানেজমেন্টকে।