সামনে কঠিন চ্যালেঞ্জ। বিশ্বকাপের কোয়ার্টার ফাইানালে (Qatar Worls Cup 2022) ক্রোয়েশিয়ার (Croatia) মুখোমুখি হতে চলেছে ব্রাজিল (Brazil)। কিন্তু তার আগে উদ্বেগ ব্রাজিল শিবিরে।
নেইমার (Neimar) সুস্থ হয়ে দলে ফিরলেও চোট পেয়েছেন লেফট ব্যাক অ্যালেক্স সান্ড্রো (Alex Sandro )। এই গুরুত্বপূর্ণ ফুটবলারের চোটের কারণে কিছুটা চিন্তায় রয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
সুইৎজ়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের ৮৬ মিনিটে বাঁ পায়ের পিছনের পেশিতে টান লাগে সান্ড্রোর। সেই চোট বেশ গুরুতর। ফলে আপাতত তাঁর খেলার সম্ভবনা নেই।
আরও পড়ুন- 'ব্রাজিলের সংস্কৃতিতে মিশে নাচ', 'পিজিয়ন ড্যান্স' নিয়ে সমালোচনায় ক্ষিপ্ত তিতে
কোচ তিতে জানিয়েছেন, সান্ড্রোর চোটের ধরনটা আলাদা। ফিজিয়োথেরাপি চলছে। এছাড়াও তিনি জানান, ম্যাচের কয়েক ঘণ্টা আগে পর্যন্ত সান্ড্রোর অপেক্ষা করবেন তিনি। সতীর্থ চোট পেলেও লুকা মদ্রিচের ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জয় নিয়ে আত্মবিশ্বাসী নেইমার, রিচার্লিসনরা।