হাতে আর মাত্র একদিন । মঙ্গলবারই কাতার বিশ্বকাপের মহারণে মুখোমুখি হচ্ছে সৌদি আরব ও আর্জেন্টিনা । মেসিকে মাঠে দেখার অপেক্ষায় তাঁর ভক্তরা । মেসিকে নিয়ে উন্মাদনা বিশ্বজুড়ে । নেইমার, রোনাল্ডোরা থাকলেও এবারের বিশ্বকাপে লিও-কেই কিছুটা এগিয়ে রাখছেন সবাই । অন্যদিকে,বাবা মেসির খেলা দেখতে উৎসুক তাঁর তিন ছেলেও । বাবাকে চিয়ার করতে, আর্জেন্টিনাকে সমর্থন করতে তৈরি তারাও । সম্প্রতি, মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো দলের জার্সিতে তিন ছেলের ছবি পোস্ট করেছেন ।
থিয়াগো, মাতিও এবং সিরো,তিন ভাই বাবার খেলা মিস করে না কখনও । বিশ্বকাপের দিন ঘোষণার পর থেকেই উন্মাদনা দেখা গিয়েছে তিন খুদের মধ্যে । মেসি নিজে একথা জানিয়েছিলেন । তিন ভাই-ই বাবা মেসিকে অনুরোধ করেছে,বিশ্বকাপটা জিততেই হবে । আর্জেন্টিনার বিশ্বকাপের প্রথম ম্যাচ দোরগোড়ায় । তাই মা আন্তোনেলা রোকুজ্জোর সঙ্গে কাতারে বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা দেখার জন্যে তৈরি তিন ভাই । আর্জেন্টিনার জার্সিতে তাদের ছবি শেয়ার করে আন্তোনেলা লিখেছেন,তারা কাতারের জন্য তৈরি ।
এবার বিশ্বকাপে গ্রুপ সি থেকে আর্জেন্টিনার অভিযান। সঙ্গে আছে সৌদি আরব, মেক্সিকো এবং পোল্য়ান্ড। যা গ্রুপ তাতে সহজেই নকআউটে উঠতে পারেন মেসিরা। এবারই শেষ বিশ্বকাপ খেলবেন লিও। আগে থেকেই বলে রেখেছেন, কাপটা জিতেই ফিরবেন। অপেক্ষা এখন ২২ নভেম্বরের। স্থানীয় সময় দুপুর বেলা আর্জেন্টিনার প্রথম ম্য়াচ। প্রতিপক্ষ সৌদি আরব।