এটাই শেষ বিশ্বকাপ (Qatar World Cup)। লিওনেল মেসির (Lionel Messi) কেরিয়ারের শেষ বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে জিতলে শেষ আটে পৌঁছবে টিম। এই ম্যাচে বিরলতম রেকর্ড গড়তে চলেছেন লিওনেল মেসি। কেরিয়ারে হাজারতম ম্যাচে নামবেন আর্জেন্টিনার (Argentina) অধিনায়ক।
মেসির হাজার ম্যাচ নিয়ে বেশ উচ্ছ্বসিত আর্জেন্টিনার ভক্তরা। এই ম্যাচকে মাইলফলক করে রাখতে চাইছে টিম আর্জেন্টিনাও। দেশের হয়ে এখনও পর্যন্ত ১৭৮তম ম্যাচ খেলে ফেলেছেন লিওনেল মেসি। বার্সেলোনার জার্সিতে খেলেছেন ৭৭৮টি ম্যাচ। প্যারিস সা জাঁর জার্সিতে খেলেছেন ৫৩টি ম্যাচ।
কাতারে পঞ্চম বিশ্বকাপে নামছেন লিওনেল মেসি। এবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন আর্জেন্টিনার সমর্থকদের। শনিবার হাজারতম ম্যাচ জিতলে সেই অধরা স্বপ্নের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবেন লিও।
আরও পড়ুন- গোল করেও লাল কার্ড! ১৬ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাল ক্যামেরুন