তবে কি কাতার বিশ্বকাপে আর খেলবেন না নেইমার? অন্তত এমন জল্পনাটাই উস্কে দিচ্ছে নেইমারের ইনস্টাগ্রাম পোস্ট। ব্রাজিলিয়ান স্ট্রাইকার নিজেও হয়ত বুঝতে পারছেন গোড়ালির চোট দ্রুত ঠিক হওয়ার সম্ভাবনা নেই। আর সেই কারণেই হয়ত গোড়ালির ছবি ইনস্টাগ্রামে আপলোড করে ফুটবলপ্রেমীদের বার্তা দিয়েছেন নেইমার।
গ্রুপ পর্বের পরের দুটি ম্যাচে নেইমারের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল আগে থেকেই। এবার নেইমারের ইন্সটাগ্রাম পোস্ট সেই অনিশ্চয়তাতেই যেন সিলমোহর দিল। ৩০ বছরের ফুটবলারের গোড়ালির যা পরিস্থিতি তাতে পরের ম্যাচগুলিতে তাঁকে সম্ভবত আর পাবে না ব্রাজিল। আর এমন হলে চলতি বছর বিশ্বকাপে তাঁকে আর খেলতে নাও দেখা যেতে পারে বলেই মনে করা হচ্ছে। যদিও ইন্সটাগ্রামে নেইমার নিজের পায়ের বর্তমান পরিস্থিতির ছবি দিলেও এই বিষয়ে কিছু লেখেননি।
বৃহস্পতিবার সার্বিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল ব্রাজিল। সেই ম্যাচে ব্রাজিল ২-০ গোলে জিতলেও চোট পেয়েছেন নেইমার। ম্যাচের ৮০ মিনিটের মাথায় গোড়ালিতে চোট পান এই তারকা ফুটবলার। যন্ত্রণায় তাঁর চোখে জল আসতে দেখা যায়। এরপরেই মাঠ ছাড়েন তিনি। বেঞ্চে বসে পায়ে বরফ দিতে দেখা যায় তাঁকে। তবে, পরবর্তী ম্যাচে নেইমারের খেলা নিয়ে আশাবাদী ছিলেন কোচ তিতে।