গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোনাল্ডোকে (Ronaldo) খেলা শেষ হওয়ার আগেই তুলে নিয়েছিলেন কোচ ফের্নান্দো স্যান্টোস (Fernando Santos)। আর তারপর থেকেই একটা ঠাণ্ডা লড়াই চলছে তাঁদের মধ্যে। এর মধ্যেই জল্পনা শুরু হয়েছে আগামী ম্যাচে রোনাল্ডো (Ronaldo ) অধিনায়ক নাও থাকতে পারেন। কারণ, কোচ ফের্নান্দো স্যান্টোস জানিয়ে দিয়েছেন আগামী ম্যাচের আগে অধিনায়ক বাছবেন তিনি।
গ্রুপে ম্যাচে কোরিয়ার বিরুদ্ধে হেরে যায় পর্তুগাল। সেই ম্যাচে মাঠ থেকে রোনাল্ডোকে তুলে নেন কোচ। কিন্তু সেই সময়ে রোনাল্ডোর অঙ্গভঙ্গিতে না খুশ ছিলেন কোচ। যদিও রোনাল্ডো পরে জানিয়ে দিয়েছিলেন কোচকে ইঙ্গিত করে সেদিন কিছু বললেননি তিনি।
আরও পড়ুন- টিচার রিচার্লিসন! সাম্বা শিখলেন রোনাল্ডো
কোচও জানিয়েছিলেন, তাঁর ভালো লাগেনি বিষয়টি। এটাও জানিয়েছিলেন ব্যাপারটা ওখানেই শেষ হয়ে গিয়েছে। তবে, সুইজারল্যান্ডের বিরুদ্ধে পর্তুগাল (Portugal) খেলতে নামলে সেই ম্যাচের অধিনায়ক কে হবেন তা খোলসা করেননি তিনি। তাঁর কথায়, দল ম্যাচে নামার আগের মুহূর্তে অধিনায়ক ঠিক করেন তিনি। কারা খেলবে তা এখনও তিনি জানেন না। সেই মতোই মঙ্গলবার ম্যাচে নামার আগে তিনি ঠিক করবেন।