কাতারের লুসাইল স্টেডিয়ামে (Lusail Stadium) নিরাপত্তারক্ষীর মৃত্যু। ফ্রান্স-আর্জেন্টিনার (Argentina and France) ফাইনাল হবে এই স্টেডিয়ামে। ফাইনালের (World Cup Final) আগে এই স্টেডিয়ামে নিরাপত্তারক্ষীর আকস্মিক মৃত্যু নিয়ে শুরু হয়েছে বিতর্ক। নিরাপত্তারক্ষীর পরিবারের তরফে জবাব চাওয়া হয়েছে কর্তৃপক্ষের কাছে।
এক বিবৃতিতে, কাতার বিশ্বকাপের সুপ্রিম কমিটি জানিয়েছে, কিবু নামে ২৪ বছর বয়সি ওই নিরাপত্তারক্ষী স্টেডিয়ামের একটি উঁচু জায়গা থেকে পড়ে যান। ১০ ডিসেম্বর অর্থাৎ আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস ম্যাচের দিন দুর্ঘটনাটি ঘটে। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি। পরিবারকে সমবেদনা জানিয়েছে কর্তৃপক্ষ। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হবে বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন- মরক্কো হারতেই পুলিশের সঙ্গে সংঘর্ষ সমর্থকদের, বেলজিয়ামে গ্রেফতার প্রায় ১০০ জন
গত এক বছর ধরে কেনিয়া থেকে কাতারে এসে কাজ করছিলেন ওই নিরাপত্তারক্ষী। তাঁর মৃত্যুর জবাব চেয়েছে তাঁর পরিবার। পরিবারের পক্ষ থেকে একটি ছবি দেওয়া হয়েছে যেখানে আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে হাসি মুখে দাঁড়িয়ে আছেন কিবু। তাঁরা কিবুর মৃতদেহ কেনিয়াতে ফেরানোর দাবি জানিয়েছেন। এমনকি তাঁর মৃত্যুর জবাবও চাওয়া হয়েছে পরিবারের তরফে।