Qatar World Cup 2022: গোল করেও লাল কার্ড! ১৬ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাল ক্যামেরুন

Updated : Dec 10, 2022 17:03
|
Editorji News Desk

ইতিহাসের পুনরাবৃত্তি। জিনেদিন জিদানের (Zinedine Zidane ) ১৬ বছর পর ফের বিশ্বকাপের (Qatar World Cup 2022) মঞ্চে কোনও ফুটবলার একই ম্যাচে গোল করলেন এবং লাল কার্ড দেখলেন। শুক্রবার রাতে ব্রাজিলকে গ্রুপের শেষ ম্যাচে হারিয়ে দিয়েছে ক্যামেরুন। আর এই ম্যাচের একমাত্র গোলদাতা ভিনসেন্ট আবুবাকার (vincent aboubakar)। যিনি গোল করেছেন আবার লাল কার্ডও দেখেছেন। কিন্তু গোল করার পরেও কেন লাল কার্ড দেখলেন তিনি?

এই প্রথম কোন আফ্রিকান দল ব্রাজিলকে হারিয়েছে। এই ম্যাচে আগে একটি হলুদ কার্ড দেখেছিলেন একমাত্র গোলদাতা আবুবাকার। কিন্তু শেষ মুহূর্তে যখন তাঁর পা থেকে গোল হল এবং ব্রাজিল হেরে গেল, আর নিজেকে সামলাতে পারেননি তিনি। উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে জার্সি খুলে ফেলেন।

ফুটবলের নিয়ম অনুযায়ী জার্সি খুললেই তাকে হলুদ কার্ড দেখতে হবে। এক্ষেত্রে তাই হয়। কিন্তু আগে একটি হলুদ কার্ড থাকায় গোলদাতার দ্বিতীয় হলুদ কার্ড বদলে যায় লাল কার্ডে। যদিও লাল কার্ড দেখেও বিশ্বকাপে ব্রাজিলকে হারানোর মতো কীর্তি করে তিনি ক্যামেরুনের নায়ক হয়ে রইলেন ফুটবলপ্রেমীদের মনে।

আরও পড়ুন- অনিশ্চিত ডি মারিয়া, কাতারে আজ নক-আউটের দৌড়ে আর্জেন্টিনা

শুধু ফুটবলপ্রেমী বললে ভুল হবে। আবুবাকার জায়গা করে নিয়েছেন রেফারির মনেও। একটি ভিডিয়ো ভাইরাল হয়। যেখানে দেখা যায় রেফারি লাল কার্ড দেখানোর আগে হাসি মুখে আদর করছেন, 'সরি' বলছেন সদ্য গোলদাতা আবুবাকারকে। যা দেখে আবেগে ভাসছেন নেটিজনেরা। 

রেফারির লাল কার্ডে আপত্তি করেননি আবুবাকারও। হাসতে হাসতে তিনি লাল কার্ড মেনে নেন। রেফারির সঙ্গে হাত মিলিয়ে মাঠ ছাড়েন তিনি। কারণ ততক্ষণে তাঁর দেশ ব্রাজিলকে হারানোর মতো কীর্তি গড়ে ফেলেছে। 

CameroonBrazilQatar World Cup 2022Fifa world cup 2022

Recommended For You

editorji | খেলা

Ravichandran Ashwin : অবসর নিয়ে রবিচন্দ্রন অশ্বিনের কান্না, গম্ভীরের কী ভূমিকা ছিল জানেন?

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?

editorji | খেলা

India vs Australia: ব্রিসবেনে ভিলেন বৃষ্টি, গাব্বায় প্রাপ্তি বাংলার আকাশদীপ

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের