প্রতিপক্ষ লিওনেল মেসি। আর তাঁকে রুখতে রীতিমতো বদ্ধপরিকর অলিভিয়ের জিরু (Olivier Giroud), আতোঁয়া গ্রিজম্যান (Antoine Griezmann) ও হুগো লরিসরা। কারণ মেসিকে আটকাতে পারলেই বিশ্বকাপ জয়ের শেষ ধাপ পার করতে পারবে ফ্রান্স। কারণ মেসিকে আটকানো সহজ নয়।
বিশ্বকাপ ফাইনালে কীভাবে আটকাবেন মেসিকে তাঁরা? অলিভিয়ের জিরুর কথায়, মেসি একজন অসাধারণ ফুটবলার। তাঁর লক্ষ্য বিশ্বকাপ। কিন্তু কোনও ভাবেই সেই লক্ষ্যতে তাঁরা মেসিকে পৌঁছতে দেবেন না। তাঁকে থামানোর সব চেষ্টাই করবে গত বারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। তবে, শুধু মেসি নয়। তাঁর মতে মেসি ছাড়াও দলে আরও অনেক ফুটবলার রয়েছে।
ফ্রান্সের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য আতোঁয়া গ্রিজম্যানের কথায়, যে দলে মেসি থাকবে তাঁর ওজন বেড়ে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু ফ্রান্স জানে আর্জেন্টিনা কীভাবে খেলে। তাই বিশ্বকাপে নিজেদের সেরা ফর্মে থাকা আর্জেন্টিনা যে কঠিন প্রতিপক্ষ তা এক বাক্যে স্বীকার করেছেন তিনি।
আরও পড়ুন- মেসি-এমবাপে দ্বৈরথ, কে পাবেন গোল্ডেন বুট, লড়াইয়ে জিরু-আলভারেজও
তারকা গোলকিপার ও অধিনায়ক হুগো লরিস জানিয়েছেন, আর্জেন্টিনা একটু দুর্দান্ত দল। ওঁদের কাছে কিংবদন্তি ফুটবলার (মেসি) রয়েছেন। ফাইনালটা দুর্দান্ত হতে চলেছে। আমরা চেষ্টা করব সব কিছু নিজেদের পক্ষে নিয়ে আসতে।