বৃহস্পতিবার বিশ্বকাপে হাড্ডাহাড্ডি ম্যাচে মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়া ও বেলজিয়াম। ইউরোপের দুই শক্তিধরের এই ম্যাচে ক্রোয়েশিয়া সামান্য এগিয়ে রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই ২ ম্যাচ খেলে ৪ পয়েন্ট সংগ্রহ করে ফেলেছে লুকা মদ্রিচের দেশ। বেলজিয়াম পয়েন্ট তালিকায় একধাপ পিছনে রয়েছে। নিজেদের আগের ম্যাচে কানাডাকে ৪-১ গোলে হারিয়ে রীতিমত ফুটছে ক্রোয়েশিয়া।
অন্যদিকে, মরক্কোর কাছে ২-০ গোলে হেরে বেশ বেকায়দায় রোমেলু লুকাকুর দল। টানা আট ম্যাচে অপরাজিত হয়ে বেলজিয়ামের বিরুদ্ধে নামতে চলেছে লুকা মদ্রিচ অ্যান্ড কোং। তাঁদের বিজয়রথ থামবে নাকি অব্যাহত থাকবে, প্রশ্ন সেটাই।
ক্রোয়েশিয়া এমনই একটি অবস্থায় রয়েছে এই মুহূর্তে, তারা হেরে গেলেও দ্বিতীয় রাউন্ডে চলে যেতে পারে। যদি, গ্রুপের অপর ম্যাচটিতে মরক্কো হেরে যায় কানাডার কাছে।
ক্রোয়েশিয়ার মুখোমুখি হওয়ার আগে বেলজিয়াম খুব ভালো অবস্থায় নেই। তবে, গত ম্যাচের পারফরম্যান্সের থেকে যে অনেক বেশি করে তুলে ধরতে হবে মাঠে নিজেদের, তা বিলক্ষণ জানেন লুকাকুরা।