কাতারে বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে জোরকদমে। অধিকাংশ দলই খেলে ফেলেছে তাদের প্রথম ম্যাচ। পরপর দু'দিন আর্জেন্তিনা ও জার্মানির হারের সাক্ষী থেকেছে বিশ্বকাপের দর্শক। গতকাল ব্রাজিল বিশ্বকাপের প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে ২-০ গোলে জিতে টুর্নামেন্টের উত্তাপ বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে, মহা-অঘটন ঘটিয়ে ফেলেছে যথাক্রমে সৌদি আরব ও জাপান। তবে, তাতে কোনও দলের সমর্থকদেরই খেলা দেখার উৎসাহে ভাঁটা পড়েনি। সবমিলিয়ে বিশ্বকাপ জমজমাট!
২৬ নভেম্বর বিশ্বকাপে মোট চারটি ম্যাচ। দেখে নেওয়া যাক, ম্যাচগুলির স্থান, সময় এবং লাইভ স্ট্রিমিং সংক্রান্ত সমস্ত তথ্য:
১) ম্যাচ: তিউনিসিয়া বনাম অস্ট্রেলিয়া
স্থান: আল জানৌব স্টেডিয়াম
সময়: ভারতীয় সময় বিকেল সাড়ে তিনটে
২) ম্যাচ: পোল্যান্ড বনাম সৌদি আরব
স্থান: এডুকেশন সিটি স্টেডিয়াম
সময়: ভারতীয় সময় সন্ধে সাড়ে ছ'টা
৩) ম্যাচ: ফ্রান্স বনাম ডেনমার্ক
স্থান: স্টেডিয়াম ৯৭৪
সময়: ভারতীয় সময় রাত সাড়ে ন'টা
৪) ম্যাচ: আর্জেন্তিনা বনাম মেক্সিকো
স্থান: লুসাইল স্টেডিয়াম
সময়: ভারতীয় সময় রাত্রি সাড়ে বারোটা
সমস্ত খেলা দেখা যাবে:
স্পোর্টস১৮ এবং স্পোর্টস ১৮ এইচডি
এমটিভি এইচডি
লাইভ স্ট্রিমিং:
জিও সিনেমা
এছাড়া, টাটা প্লে অ্যাপের মাধ্যমে এবং ভোডাফোন ইউজারদের জন্য ভি-ওয়ান অ্যাপেও দেখা যাবে খেলা।