টেস্ট ম্যাচে একাধিকবার শিবনারায়ণ চন্দ্রপলকে আউট করেছেন রবিচন্দ্র আশ্বিন। এবার ডোমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনেই ক্যারিবিয়ান ব্যাটার তেজনারায়ণ চন্দ্রপলের উইকেট নিলেন তিনি। প্রথম ভারতীয় হিসেবে একই ম্যাচে বাবা-ছেলেকে আউট করার নজির গড়লেন অশ্বিন।
২০১১ সালে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে রবিচন্দ্রন অশ্বিন প্রথমবার শিবনারায়ণ চন্দ্রপলকে আউট করেছিলেন। এরপর একাধিকবার সিনিয়র চন্দ্রপলকে প্যাভিলিয়নে ফিরিয়েছেন তিনি। এবার আউট করলেন তাঁর ছেলেকেও।
প্রথম টেস্টের চা পানের বিরতি পর্যন্ত চারটি উইকেট নিয়েছেন অশ্বিন। আন্তর্জাতিক কেরিয়ারে ৭০০ উইকেট নেওয়ার কীর্তিও গড়ে ফেলেন তিনি। তেজনারায়ন চন্দ্রপল ছাড়াও ক্যারিবিয়ানদের অধিনায়ক তথা ওপেনার ক্রেগ ব্রেথওয়েট, অ্যালিক আথাজানে ও আলজারি জোসেফেকেও ফিরিয়েছেন ভারতীয় স্পিনার।
১৩৭ রান তুলেছেন ক্যারিবিয়ানরা। তার মাঝেই ৮ উইকেট খুইয়ে ফেলেছেন তাঁরা। অশ্বিনের ৪ উইকেটের পাশাপাশি জোড়া উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা। শার্দুল ঠাকুর ও মহম্মদ সিরাজ একটি করে উইকেট পেয়েছেন।