ভারত-ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজে অসামান্য খেলেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ইতিমধ্যেই ১০০-তম টেস্ট খেলে ফেলেছেন তিনি। নিয়ে নিয়েছেন ৫০০ উইকেটও। ২০১১ সালে অভিষেক ঘটেছিল ভারতের তারকা অফস্পিনারের। ধরমশালায় শততম টেস্ট খেলেন। স্যাভেজ সিয়ারাম নামে একটি এক্স অ্যাকাউন্ট থেকে এই পারফরম্যান্সের কথা পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়।
তবে এই টেস্ট চলাকালীন মাঝপথেই তাঁকে ফিরে যেতে হয়েছিল তাঁর বাড়িতে। গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তাঁর মা। মা'র সংজ্ঞা হারানোর সংবাদ পেয়ে কিছুটা হলেও যে আতঙ্ক গ্রাস করেছিল তাঁকে, তার কথাও শেয়ার করেন তিনি।
রাজকোট টেস্ট চলাকালীন সেদিন ঠিক কী হয়েছিল বিস্তারিত জানিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর ইউটিউব চ্যানেলে তিনি বলেন, 'আমরা সেইদিনের খেলা শেষে ড্রেসিংরুমে ফিরে যাই। সেখানে আমাদের 'ডিব্রিফিং' শুরু হওয়ার কথা ছিল। তারপর আমাদের হোটেলের ঘরে ফেরার কথা। রোহিত, আমি এবং অন্যান্যরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম। ম্যাচের বিভিন্ন ঘটনা নিয়ে আমাদের কথা হচ্ছিল। এই সময়েই আমার খেয়াল হয়, বাড়ির কারও কাছ থেকেই আমার কাছে ফোন আসেনি! আমি ভেবেছিলাম ওঁরা হয়ত ব্যস্ত রয়েছে কোনও কারণে। আমি আমার স্ত্রীকে ফোন করার পরেই মায়ের সংজ্ঞা হারানোর খবরটি পাই'।