৪৩ বছর ৩২৯ দিন বয়সে অস্ট্রেলিয়ান ওপেনের মেনস ডাবলস জিতেছেন ভারতীয় টেনিস তারকা রোহন বোপান্না৷ পার্টনার মাথ্যু এবডেনের সঙ্গে জুটি বেঁধে গ্র্যান্ড স্লাম জেতার পাশাপাশি বিশ্বের সবচেয়ে প্রবীণ টেনিস খেলোয়াড় হিসাবে দখল করেছেন ১ নম্বর র্যাঙ্কিং। কেরিয়ারের শেষ প্রান্তে এসেও স্বপ্নের সময় কাটাচ্ছেন বোপান্না৷ তার মধ্যেই তাঁকে শুভেচ্ছা জানালেন খোদ টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল।
ইন্সটাগ্রামে পোস্ট করে বোপান্নাকে শুভেচ্ছা জানিয়েছেন রাফা। তিনি লিখেছেন, "দুর্ধর্ষ এবং বিস্ময়কর সাফল্যের জন্য তোমাকে অনেক অভিনন্দন, রোহন!!!" টেনিস কিংবদন্তির এই শুভেচ্ছাবার্তা যে রোহন বোপান্নার জন্য অনেকটাই স্পেশাল তা বলার অপেক্ষা রাখে না।
লিয়েন্ডার পেজ এবং মহেশ ভূপতির পরে তৃতীয় ভারতীয় হিসাবে কোনও মেজর মেনস ডাবলস টাইটেল জিতলেন রোহন বোপান্না। এটা তাঁর কেরিয়ারে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়। মেনস ডাবলসে এই প্রথম গ্র্যান্ড স্লাম জিতলেন তিনি।