নাগপুরের মতো দিল্লিতেও কি ঘূর্ণি উইকেট? এই নিয়ে জল্পনা এবং ধোঁয়াশা রয়েই গিয়েছে। দু'দিন আগেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। পিচের সমস্ত হালহকিকত খতিয়ে দেখছেন তিনি। পিচ নিয়ে আসলে কোনও ঝুঁকিই নিতে চান না রাহুল দ্রাবিড়। এই সিরিজের ফলাফলের ওপরই নির্ভর করছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের অবস্থান। দুই পিচ প্রস্তুতকারক আশিস ভৌমিক ও তাপস চট্টোপাধ্যায়ের সঙ্গেও কথা বলেছেন দ্রাবিড়।
তবে, নাগপুরের মতো উইকেট দিল্লিতে দল চাইছে না বলেই কানাঘুষো শোনা যাচ্ছে। সূত্রের খবর, খেলা গড়ানোর সঙ্গে ধীরে ধীরে পিচে যাতে বল ঘুরতে শুরু করে সেটা চাইছেন দ্রাবিড়রা। তবে কি ঘূর্ণি পিচই তৈরি হচ্ছে দিল্লিতে? সম্ভাবনা থাকলেও সেই বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যাচ্ছে না।