নিজের সুব্যক্তিত্বের পরিচয় দিলেন রাহুল দ্রাবিড়। সূত্রের খবর, T20 বিশ্বকাপ জয়ের উপহার হিসেবে ৫ কোটি টাকা প্রাপ্য হলেও তিনি জানিয়েছেন, আড়াই কোটি টাকা গ্রহণ করবেন না।
সাউথ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমে T20 বিশ্বকাপ জয় করে টিম ইন্ডিয়া। এরপরেই BCCI-এর তরফে ঘোষণা করা হয় ১২৫ কোটি টাকার ক্যাশ প্রাইজ পাবে টিম ইন্ডিয়া। যার মধ্যে হেড কোচ হিসেবে ৫ কোটি টাকা পাওয়ার কথা রাহুল দ্রাবিড়ের। এবং দলের অপর কোচ পাবেন আড়াই কোটি টাকা।
হিন্দুস্থান টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী, রাহুল দ্রাবিড় জানিয়েছেন, ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং কোচেদের থেকে বেশি উপহার মূল্য নিতে চান না। সেকারণে ৫ কোটি টাকার বদলে আড়াই কোটি টাকা নেবেন বলে বোর্ডের কাছে জানিয়েছেন তিনি।
শুধু এখনই নয়, এর আগেও ২০১৮ সালে মানবিক রাহুল দ্রাবিড়কে দেখা গিয়েছিল। অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী টিমে রাহুল দ্রাবিড়ের জন্য বরাদ্দ ছিল ৫০ লাখ টাকা। এবং বাকিদের জন্য বরাদ্দ ছিল ২০ লাখ টাকা। সেই সময়ও রাহুল দ্রাবিড় সমানভাবে পুরস্কারমূল্য বণ্টনের দাবি করে এসেছিলেন।