Rahul Dravid : বিশ্বকাপে হারের যন্ত্রণা কি কাটিয়ে উঠতে পেরেছেন রোহিতরা ? সত্যিটা জানালেন রাহুল দ্রাবিড়

Updated : Dec 25, 2023 10:56
|
Editorji News Desk

বিশ্বকাপ ফাইনালের দিনটার কথা মনে পড়ে ? যখন মাথা নিচু করে মাঠ ছেড়েছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা, কেঁদে ফেলেছিলেন সিরাজ...সেই ঘটনার প্রায় একমাস পেরিয়েছে । আবার মাঠে ফিরেছেন রোহিত, বিরাটরা । মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলতে নামবে ভারত । কিন্তু, বিশ্বকাপে হারের যন্ত্রণা কি কাটিয়ে উঠতে পেরেছেন রোহিত, বিরাট-সহ গোটা ভারতীয় টিম ? টেস্ট ম্যাচের আগে  সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন কোচ রাহুল দ্রাবিড় । তাঁর কথায়, বিশ্বকাপ ফাইনালে হারের ধাক্কা কাটিয়ে উঠেছেন ভারতীয় ক্রিকেটাররা । বর্তমানে তাঁদের লক্ষ্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট জিতে ইতিহাস তৈরি করা ।

রাহুল দ্রাবিড়ের কথায়, হতাশা কাটিয়ে আগামী লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রয়োজন । কারণ অতীতের হতাশা, যন্ত্রণা বয়ে বেড়ানোর উচিৎ নয় । তাহলে তা পরবর্তী ম্যাচে প্রভাব ফেলে । রাহুল দ্রাবিড় বলেন,'হ্যাঁ, ছেলেরা হতাশ ছিল, আমরা সবাই হতাশ ছিলাম । কিন্তু আমরা সবাই এখন এর থেকে বেরিয়ে আসতে পেরেছি, সামনের দিকে এগিয়ে যেতে পারছি । ' ভারতীয় কোচ আরও বলেন, 'ছোটবেলা থেকেই আমরা ভুল থেকে শিক্ষা নিতে শিখেছি। যেমন আউট হলেই সবাই হতাশ হয়। কিন্তু আরও একটা ইনিংস হাতে থাকে। পরের ইনিংসে ভাল খেলতে হয়। '

ভারত এখনও দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে টেস্ট সিরিজ জিততে পারেনি । এবার তাই রোহিতদের কাছে বড় চ্যালেঞ্জ । ইতিহাস গড়তে চায় ভারতীয় টিম । তবে রাহুল দ্রাবিড় মনে করেন, খেলোয়াড়দের ভাল খেলার জন্য কোনও 'অনুপ্রেরণা'-র প্রয়োজন নেই । তাঁর কথায়, ' দক্ষিণ আফ্রিকায় এসে দেশের প্রতিনিধিত্ব করা, এখানে টেস্ট ক্রিকেট খেলার সুযোগ পাওয়া বিরাট ব্যাপার। তাই অনুপ্রেরণার অভাব কারও মধ্যে নেই। আমি ক্রিকেটারদের অনুপ্রাণিত করতে আসিনি। আমি দলে ঠিক পরিবেশ তৈরিতে বিশ্বাসী । যাতে আমরা ভাল অনুশীলন করতে পারি, শারীরিক, মানসিক এবং কৌশলগতভাবে সমস্ত পরিস্থিতিতে টিকে থাকতে পারি । কোচ হিসেবে এটাই আমার আসল কাজ।'

Rahul Dravid

Recommended For You

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?

editorji | খেলা

India vs Australia: ব্রিসবেনে ভিলেন বৃষ্টি, গাব্বায় প্রাপ্তি বাংলার আকাশদীপ

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া