বুধবার এম এ চিদম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস। দুর্ধর্ষ ফর্মে আছেন রাজস্থানের একাধিক ব্যাটার। দারুণ ফর্মে রয়েছেন দুই ওপেনার জস বাটলার এবং যশস্বী জয়সোয়ালও। তাঁদের সঙ্গে লড়াইটা হবে মূলত ধোনির টিমের স্পিন ব্যাটারির, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। একণও পর্যন্ত চলতি আইপিএলে এই দুই দলই দুটি করে ম্যাচ জিতেছে এবং একটি করে ম্যাচ হেরেছে। নিজেদের শেষ ম্যাচে যথাক্রমে দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্সকে পর্যুদস্ত করেছে রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস।
দুই দলেরই ব্যাটিং লাইন-আপ অত্যন্ত শক্তিশালী। তাই, আরও একটি হাই স্কোরিং ম্যাচ দেখার আশায় বুক বেঁধেছেন ক্রিকেটভক্তরা।
আগের ম্যাচে খেলতে না পারা মইন আলিকে চিপকে দলে পাবে বলে আশা করছে চেন্নাই। গত ম্যাচে বেন স্টোকসও চেন্নাই দলে ছিলেন না চোটের কারণে। অন্যদিকে, রাজস্থান তাদের আগের ম্যাচের দলই অপরিবর্তিত রাখবে বলে মনে করা হচ্ছে।
দুই দলের মধ্যে আইপিএলে ২৬'টি ম্যাচ খেলা হয়েছে। যার মধ্যে চেন্নাই জিতেছে ১৫টি। গত আইপিএলে এই দুই দলের শেষ ম্যাচে জিতেছিল রাজস্থান রয়্যালস।