কেরিয়ারের শততম টেস্ট খেলতে নামার মূহুর্তটি স্মরণীয় হয়ে রইল রবিচন্দ্রন আশ্বিনের জন্য৷ ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম টেস্ট খেলতে নামার আগে তাঁকে সম্মানিত করলেন টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়। আশ্বিনের পাশে তখন দাঁড়িয়ে আছেন স্ত্রী প্রীতি, সঙ্গে দুই কন্যা আখিরা ও আদ্যা। পিছনে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে সতীর্থরা।
ধর্মশালায় টস হয়ে যাওয়ার পর ছোট্ট অনুষ্ঠানে বহু যুদ্ধের নায়ক আশ্বিনকে সম্বর্ধনা দিল দল। কোচ রাহুল দ্রাবিড় সংক্ষেপে বললেন আশ্বিনের দক্ষতা, মানসিকতা নিয়ে। তাঁর হাতে তুলে দেন স্মারক।
আশ্বিনও তাঁর ছোট্ট ভাষণে তরুণ ক্রিকেটারদের আগামীর শুভেচ্ছা জানান। উল্লেখ করেন আসন্ন আইপিএল ও টি-২০ বিশ্বকাপের। বলেন নিজের লড়াইয়ের কথাও। একসঙ্গে ছবি তোলেন সকলে। এই টেস্টে অভিষেক হওয়া দেবদত্ত পড়িক্কলের মাথায় টেস্ট ক্যাপ পরিয়ে দেন আশ্বিন।