রিভাবা জাদেজার সঙ্গে বিয়ের পর থেকেই ভারতীয় দলের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা তাঁর বাবা ও বোনের সঙ্গে সম্পর্ক ছেদ করেছেন। এমনটাই জানালেন স্বয়ং এই ক্রিকেটারের পিতা অনিরুদ্ধসিং জাদেজা। পুত্র রবীন্দ্র জাদেজার সঙ্গে তাঁর সম্পর্কের টানাপোড়েন নিয়ে মুখ খুললেন তিনি। একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, "সত্যি কথাটা বলি? রবি (রবীন্দ্র জাদেজা) আর ওর স্ত্রী (রিভাবা জাদেজা)-র সঙ্গে আমাদের কোনও সম্পর্কই নেই। আমরা কেউ কারও সঙ্গে দেখা করি না"।
রবীন্দ্র জাদেজার বিবাহের কয়েক মাসের মধ্যেই পরিবারের মধ্যে এই অন্তর্দ্বন্দ্বের সূচনা হয় বলেও জানা গিয়েছে।
গুজরাতের জামনগরের একটি ফ্ল্যাটে থাকেন অনিরুদ্ধসিং জাদেজা। ওই একই শহরের ঝাঁ-চকচকে বাংলোতে থাকেন তাঁর পুত্র ও পুত্রবধূূ উত্তর জামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক রিভাবা জাদেজা।
তাঁর নাতনিকে প্রায় পাঁচ বছর দেখতে পাননি বলেও অনুযোগ করেন অনিরুদ্ধসিং জাদেজা।
যদিও, এই দাবিগুলিকে নাকচ করে দিয়ে একটি টুইট করেছেন স্বয়ং রবীন্দ্র জাদেজা। সেখানে তিনি বলেন, "পুরো সাক্ষাৎকারটাই স্ক্রিপ্টেড। ওতে বিশ্বাস করবেন না"। তাঁর পিতার দাবিকে নস্যাৎ করে দিয়ে রবীন্দ্র জাদেজা আরও বলেন, আমারও প্রচুর কথা বলার আছে এই বিষয়ে। কিন্তু, প্রকাশ্যে আমি সেইসব কথা বলতে চাইছি না।