চেন্নাই শিবিরে গৃহযুদ্ধ ? মাঠে ধোনি-জাদেজার ঠান্ডার লড়াই, তারপর জাদেজার একটি পোস্টকে কেন্দ্র করে সেরকমই জল্পনা শুরু হয়েছে । প্লে-অফের আগে দলের অন্দরে দুই ক্রিকেট তারকার মধ্যে এমন ঝামেলার ঘটনায় চিন্তায় পড়ে গিয়েছেন সিএসকে ভক্তরা ।
ঠিক কী ঘটেছে ? সম্প্রতি, একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ম্যাচ চলাকালীন মাঠেই জাদেজাকে কিছু বলতে চাইছেন ধোনি । কিন্তু, বিরক্তি প্রকাশ করে মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে যান জাদেজা । জানা গিয়েছে, শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ শেষে এই ঘটনা ঘটে । এরপরই জাদেজা টুইটারে একটি পোস্ট শেয়ার করেন । যেখানে লেখা ছিল, 'আজ না হোক কাল, তুমি কর্মফল পাবেই ।' পোস্টটি শেয়ার করে ক্যাপশনে জাদেজা লেখেন, অবশ্যই । নেটিজেনদের একাংশ মনে করছেন, ধোনিকে উদ্দেশ্য করেই এই পোস্ট করেছেন রবীন্দ্র জাদেজা ।