গত বছর অনিশ্চিত ছিল চেন্নাই সুপার কিংস-এ আদৌ খেলবেন কিনা। নেতৃত্ব ছাড়েন, চোটের কারণে দল থেকে বাদও পড়েন, সেই রবীন্দ্র জাদেজার হাত ধরেই আইপিএল ফাইনালে জয় এল চেন্নাইয়ের। জাডেজার জন্ম গুজরাতেই। সেই মাঠেই ট্রফি জিতলেন তিনি।
গত মরশুমেই ছবিটা ছিল একদম আলাদা। আইপিএলের ঠিক আগে ধোনি নেতৃত্ব ছেড়ে দিলে জাডেজা অধিনায়ক হন। কিন্তু একের পর এক ম্যাচে হার এবং জাডেজার ব্যাটে, বলে ছন্দহীন খেলা চেন্নাইকে চাপে ফেলে দেয়। ফের দায়িত্ব আসে ধোনির হাতে। কিন্তু কিছু দিনের মধ্যেই চোট পেয়ে বসে যান জাডেজা।এই বছর জাডেজাকে চেন্নাই রাখবে কি না সেই নিয়েও সংশয় ছিল। পরের মরশুমে অবশ্য ধোনির পাশাপাশি ধারাবাহিকতা বজায় রাখলেন তিনিও। এ বারের আইপিএলে ১৬ ম্যাচে ২০টি উইকেট নিয়েছেন তিনি। ফাইনালেই যেমন ছ’বলে ১৫ রান করেন। শেষ বলে চার মেরে দলকে জিতিয়ে দেন জাদেজাই।