IPL 2022: কার্তিকের ব্যাটে আইপিএলের প্রথম তিনে ঢুকে পড়লেন বিরাটরা, দিল্লির বিরুদ্ধে জয় ১৬ রানে

Updated : Apr 17, 2022 07:49
|
Editorji News Desk

ফের ব্য়াটে-বলে দুরন্ত আরসিবি। চলতি আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্য়াচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে জয়ে ফিরল ফাফ দু'প্লেসির দল। ১৬ রানে জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ম্য়াচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্ত। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৯ রান করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। আরসিবির হয়ে সর্বোচ্চ ৩৪ বলে ৬৬ রানের ইনিংস খেলেন দীনেশ কার্তিক। ৩৪ বলে ৫৫ রানের ঝোড়ো একটি ইনিংস খেলেন গ্লেন ম্য়াক্সওয়েল। ২১ বলে ৩২ করেন শাহবাজ আহমেদ। রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৩ রান করে দিল্লি ক্যাপিটালস। দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন ডেভিড ওয়ার্নার। ৩৪ রান করেন ঋষভ পন্ত। আরসিবির হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন জস হ্যাজেলউড।

শনিবারের ম্যাচে মূলত দীনেশ কার্তিকের জন্যই দিনের শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৮৯ রান তোলে। কুলদীপের বলে তাঁর ক্যাচ ফেলে দিয়েছিলেন দিল্লির  ঋষভ পন্থ। জীবন ফিরে পেয়ে কার্তিক ধরা দিলেন অন্য মেজাজে। এদিন মোক্ষম সময়ে তাঁর ব্যাট গর্জে উঠল। তাঁর সঙ্গী শাহবাজও যোগ্য সঙ্গ দিলেন। শেষ পর্যন্ত কার্তিক ৩৪ বলে ৬৬ রানে অপরাজিত থেকে যান। পাঁচটি চার ও পাঁচটি বিশাল ছক্কা মারেন তিনি। অন্য দিকে শাহবাজ অপরাজিত থেকে যান ৩২ রানে। 

আরসিবি-র রান তাড়া করতে নেমে দিল্লির রান যখন ৫০, তখন পৃথ্বী শ ফিরে যান ১৬ রান করে। মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নার ৪৪ রানের পার্টনারশিপ গড়েন। ওয়ার্নার ৬৬ রানে এলবিডব্লিউ হন হাসারাঙ্গার বলে। তবে একটা চেষ্টা করেছিলেন পন্ত। তাঁর সহজাত ব্যাটিং করতে থাকেন। করেন ৩৪ রান। সিরাজের বলে ফিরতে হয় তাঁকে। ম্যাচের দেওয়াল-লিখন তখনই পড়ে ফেলেছিল দিল্লি ক্যাপিটালস।

DCRCBIPL 2022

Recommended For You

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?

editorji | খেলা

India vs Australia: ব্রিসবেনে ভিলেন বৃষ্টি, গাব্বায় প্রাপ্তি বাংলার আকাশদীপ

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া