আইপিএলে (IPL 2022) শনিবারের দ্বিতীয় ম্যাচে রীতিমতো আধিপত্য বজায় রেখে মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) ৭ উইকেটে হারিয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল আরসিবি (RCB)। শুরুটা ভালই করেছিল মুম্বই (Mumbai Indians)। প্রথম উইকেট পড়ে ৫০ রানে। ১৫ বলে ২৬ রান করে আউট হয়ে যান অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।
আরও পড়ুন: রবিবার রাজস্থানের মুখোমুখি হওয়ার আগে প্র্যাকটিস সেশনে লখনউ, দেখুন ভিডিয়ো
তারপরই পরপর উইকেট পড়তে শুরু করে মুম্বইয়ের (Mumbai Indians)। মাত্র ৭৯ রানের মধ্যেই পড়ে যায় ৬ উইকেট। যখন মনে হচ্ছিল, রোহিত শর্মার (Rohit Sharma) দল এদিনের ম্যাচে ১০০ রানও টপকাতে পারবে না, তখনই হাল ধরে নেন সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav)। বস্তুত, ৬'টি ওভার বাউন্ডারি এবং ৫'টি বাউন্ডারি দিয়ে সাজানো তাঁর ৩৭ বলে ৬৮ রানের ইনিংসটি না থাকলে এই ম্যাচে ১৫০ রান পেরোতে পারত না মুম্বই ইন্ডিয়ান্স।
জবাবে ব্যাট করতে নেমে একটু স্লথগতিতে শুরু করেছিল আরসিবি। প্রথম ৫০ রানের মাথায় যখন তাঁদের প্রথম উইকেটটি পড়ে তখন ৮ ওভার হয়ে গিয়েছে। তবে, অধিনায়ক ফাফ দু'প্লেসির আউটের পরেই যেন পূর্ণমাত্রায় ম্যাচে ফেরে বেঙ্গালুরু। আরেক ওপেনার অনুজ রাওয়াতের ব্যাট থেকে আসে ঝকঝকে ৬৬ রান।
৬্টি বিশাল ছক্কা মারেন তিনি। ১৭-তম ওভার শেষ হওয়ার ঠিক আগের বলে যখন তিনি আউট হচ্ছেন, ততক্ষণে ম্যাচ নিজেদের পকেটে পুরে ফেলেছে আরসিবি (RCB)। ৩৬ বলে ৪৮ রানের দারুণ নির্ভরযোগ্য একটি ইনিংস খেলেন আরসিবি'র প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি।
এই ম্যাচে জয়ের ফলে লিগ টেবিলে তৃতীয় স্থানে উঠে এল আরসিবি (RCB beat MI)। চার ম্যাচের চারটিতেই হেরে বিপদের মুখে মুম্বই ইন্ডিয়ান্স।