পেশাদার ফুটবলের মাঠে নজিরবিহীন ঘটনা। ভিডিয়ো অ্যাসিসটেন্স রেফারি-র সঙ্গে যোগাযোগ করতে ম্যাচ চলাকালীন মাঠে মোবাইল ফোন ব্যবহার করে বিতর্কে জড়ালেন রেফারি।
পর্তুগাল প্রিমিয়ার লিগের পোর্টো বনাম অরোকা ম্যাচে রেফারি ছিলেন মিগুয়েল নোগুএইরা। খেলায় তখন ড্র চলছিল, 90 মিনিটের মাথায় একটি পেনাল্টি হয়, রিভিউ-এর জন্য পাঠানো হয় ভারে। এবারই সমস্যা, যান্ত্রিক ত্রুটির জন্য যোগাযোগ করা যায় না। তখনই মোবাইল ফোন মারফত ভার অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করেন ওই রেফারি। ব্যাস! ম্যাচ চলাকালীন মাঠে মোবাইল কী করে ব্যবহার করা যায় সে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে তার পর থেকেই।
Asia Cup 2023 : এশিয়া কাপে সেরা ছন্দে নেই ভারত, নেপালকে হারিয়ে স্বীকার করলেন রোহিত
শেষমেশ অবশ্য ১-১ ড্র হয় খেলার ফলাফল।