আইপিলে রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ চলাকালীন বৃহস্পতিবার বেশ কিছুক্ষণ বন্ধ ছিল। দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং এবং ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় চতুর্থ আম্পায়ারের কাছে অভিযোগ করেন, রাজস্থান নিয়মভঙ্গ করে একজন অতিরিক্ত বিদেশি ক্রিকেটারকে মাঠে নামিয়েছে।
রাজস্থান ম্যাচ শুরু করেছিন তিনজন বিদেশি ক্রিকেটার-সহ৷ তাঁরা হলেন জস বাটলার, সিমরন হেটমেয়ার এবং ট্রেন্ট বোল্ট৷ এরপর তারা হেটমেয়ারের জায়গায় ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামায় আরও এক বিদেশি ক্রিকেটার নানড্রে বার্গারকে।
Abhishek Banerjee: মমতা কী দিয়েছেন, কী দেননি মোদী, বাড়ি বাড়ি গিয়ে বোঝাতে বললেন অভিষেক
বিতর্ক শুরু হয় তার পরে। যখন রাজস্থান পরিবর্ত ফিল্ডার হিসাবে আরও এক বিদেশি ক্রিকেটার রোভমান পাওয়েলকে মাঠে নামায়। দিল্লি অভিযোগ করে, আইপিএলের নিয়ম অনুযায়ী একটি টিম মাঠে ৪ জনের বেশি বিদেশি ক্রিকেটার খেলাতে পারবে না। রাজস্থান নিয়ম ভেঙে ৫ জন বিদেশি খেলাচ্ছে। এই বিতর্কের জেরেই কিছুক্ষণ বন্ধ থাকে ম্যাচ।