পাঁচ বলে পাঁচ ছক্কা । গত বছরের আইপিএলে বাউন্ডারির ঝড় তুলেছিলেন রিঙ্কু সিং । সেই দৃশ্য এখনও ভুলতে পারেননি ক্রিকেটপ্রেমীরা । যদিও চলতি আইপিএল-এ রিঙ্কু কিছুটা ব্যাকফুটে । টি২০ স্কোয়াডে যে তাঁকে রাখা হবে না, তা ভাবতে পারেননি কেউ । আগের পারফরম্যান্সের ভিত্তিতে রিঙ্কু আশা করেছিলেন ১৫ জনের দলে তাঁরও নাম থাকবে । বাজি, মিষ্টি নিয়ে সেলিব্রেশনের জন্য তৈরি ছিল রিঙ্কুর বাবা-মাও । কিন্তু, মিষ্টি আর খাওয়া হল না, বাজিতেও জমছে ধুলো । রিঙ্কুর বাবা জানিয়েছেন, সুযোগ না পেয়ে ভেঙে পড়েছে রিঙ্কু ।
১৫ জনের দলে নাম নেই রিঙ্কুর । রিজার্ভে রাখা হয়েছে তাঁকে । রিঙ্কুর বাবা খানচন্দ্র সিং বলেন,"আমাদের অনেক আশা ছিল বলেই এখন খারাপ লাগছে। মিষ্টি খেয়ে বাজি ফাটিয়ে রিঙ্কুর নির্বাচন উদযাপন করব বলে ভেবে রেখেছিলাম । আশা ছিল ও প্রথম একাদশে খেলবে । কিন্তু রিঙ্কু খুব ভেঙে পড়েছে। ওর মায়ের সঙ্গে কথা বলেছে ।"
মঙ্গলবারই ঘোষণা করা হয়েছে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল। মূল ১৫ জনের দল থেকে বাদ কলকাতার রিঙ্কু সিং। তাঁর বাদ পড়ার ঘটনায় সামনে আসতেই ভক্তরা হতাশ হয়েছে। এবারের বিশ্বকাপের দল গঠনে কলকাতা কোনও ক্রিকেটারের জায়গা হয়নি। যার জেরে খানিকটা সমালোচনার মুখে পড়তে হয়েছে নির্বাচকদের।