টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রিঙ্কু সিং নেই। নির্বাচকদের এই সিদ্ধান্তে ফলে রীতিমতো সমালোচনার মুখে পড়তে হয়েছিল বিসিসিআইকে। তাঁকে রিজার্ভ দলে রাখা হয়েছে। এ বারের আইপিএলে বেশি ব্যাট করার সুযোগ না পাওয়ার কারণেই তিনি দলে সুযোগ পাননি বলে মনে করা হচ্ছে। সেই প্রসঙ্গে আবার কথা বলেছেন রিঙ্কু।
রিঙ্কু কথায়, “যা আমার হাতে নেই, তা নিয়ে ভাবছি না। দলের ভারসাম্য রক্ষার জন্যই আমাকে বাদ দেওয়া হয়েছে। প্রথমে একটু দুঃখ পেয়েছিলাম। ভাল খেলেও সুযোগ না পেলে তো খারাপ লাগেই। তবে, এখন সেটা কাটিয়ে উঠেছি।”
তিনি জানান, রোহিত শর্মা সঙ্গেও কথা হয়েছে তাঁর। রিঙ্কুকে আরও বেশি পরিশ্রম করার পরামর্শ দিয়েছেন রোহিত।
রিঙ্কুর কথায়, “রোহিত ভাই বিশেষ কিছু বলেননি। স্রেফ বলেছিলেন কঠোর পরিশ্রম করার জন্যে। দু’বছর পর আর একটা বিশ্বকাপ রয়েছে। এই বাদ পড়া নিয়ে বেশি চিন্তা করতে আমাকে বারণ করেছেন রোহিতভাই।”