তৃতীয় বার আইপিএল ফাইনালের কাপ ঘরে তুলে ফেলেছে টিম KKR, বাঁধভাঙা উত্তেজনায় ফুটছে তিলোত্তমা। ৭ বছর ধরে কেকেআরের জার্সিতে খেলছেন রিঙ্কু। এই প্রথমবার জয়ের কাপ ছুঁয়ে দেখলেন রিঙ্কু সিং। কলকাতা নাইট রাইডার্স ব্যাটার রিঙ্কুর পরবর্তী লক্ষ্য এবার মার্কিন যুক্তরাষ্ট্রে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সাফল্য নিয়ে ফেরা।
রিঙ্কু আগামী মাসের টুর্নামেন্টের জন্য শুভমান গিল, খলিল আহমেদ এবং আবেশ খানের সঙ্গে রিজার্ভ হিসাবে ভারতীয় দলের স্কোয়াডের অংশ। আইপিএল জয়ের পর, আরও খানিক আত্মবিশ্বাস শোনা গেল রিঙ্কুর গলায়। জিও সিনেমাকে তিনি বলেছেন, ‘আমি প্রথমে নয়ডা যাচ্ছি তারপরে আমি মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছি। আপনারা দেখুন, আমি বিশ্বকাপও তুলে নেব’
Christiano Ronaldo: 'রেকর্ড আমার পেছনে ছোটে' সৌদি লিগে নয়া নজির গড়ে দাবি রোনাল্ডোর
তাঁদের শিরোপা জয়ের যাত্রা সম্পর্কে কথা বলতে গিয়ে, রিঙ্কু টুর্নামেন্টে তাঁদের সাফল্যের পিছনে দলের প্রচেষ্টাকে কৃতিত্ব দিয়েছেন।