ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ ম্যাচ । আবারও নজর কাড়লেন রিঙ্কু সিং । ব্যাট হাতে আবারও হিরো রিঙ্কু । একের পর এক চার, ছক্কা হাঁকালেন । সেইসঙ্গে তাঁর ক্রিকেট কেরিয়ারে যুক্ত হল রিঙ্কুর নতুন কীর্তি । এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে হাফ সেঞ্চুরি করলেন কেকেআরের এই ক্রিকেটার । এদিনের ম্যাচের শুরুটা ভারতের জন্য ভাল না হলেও রিঙ্কুর ঝোড়ো ব্যাটিংয়েই দলকে এগিয়ে নিয়ে যায় । আর তাঁর সঙ্গ দেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব । এদিকে, প্রথম ইনিংস শেষ হতে বাকি ছিল মাত্র তিন বল । কিন্তু, বৃষ্টির জন্য ভেস্তে যায় খেলা । শেষ পাওয়া খবর অনুযায়ী, ভারতের স্কোর ছিল ১৯.৩ ওভারে ৭ উইকেটে ১৮০ ।
এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা । বৃষ্টি ভেজা আবহাওয়ায় প্রথমে ব্যাট করতে নামে ভারত । আর ম্যাচ শুরুর প্রথমেই জোড়া ধাক্কা লাগে টিম ইন্ডিয়ায় । শূন্য বলে আউট হয়ে যান যশস্বী জয়সওয়াল ও শুভমন গিল । এরপরই ম্যাচের হাল ধরেন সূর্যকুমার যাদব । তারপরই তাঁকে যথাযথ সঙ্গ দেন রিঙ্কু । সূর্যকুমার আউট হয়ে গেলে, দলকে শেষপর্যন্ত এগিয়ে নিয়ে যায় রিঙ্কুই ।
৯টি বাউন্ডারির সাহায্যে ৩০ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রিঙ্কু সিং। ৩৯ বলে ৬৮ রানে অপরাজিত থাকেন রিঙ্কু । বৃষ্টির জন্য তিন বল বাকি থাকতেই ভারতের ইনিংস শেষ হয়ে যায় । প্রায় আধ ঘণ্টার বেশি খেলা বন্ধ থাকার পর ব্যাট করতে মাঠে নামে দক্ষিণ আফ্রিকা ।