আই পি এলের একটি ম্যাচ থেকে নির্বাসিত হলেন দিল্লি দলনায়ক ঋষভ পন্থ। স্লো ওভারের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সেকারণেই এই শাস্তির মুখে পড়তে হয়েছে তাঁকে।
গত ৭ মে অরুণ জেটলি স্টেডিয়ামে খেলতে নেমেছিল রাজস্থান রয়েলস। তাদের বিপক্ষে ছিল দিল্লি ক্যাপিটলস। সেই ম্যাচে ২০ রানে দিল্লি ২০ রানে জয় তুলে নেয়। কিন্তু সময়ে ২০ ওভার শেষ করতে পারেনি তারা। আর সেকারণেই স্লো ওঠার রেটের দায় পড়ে ঋষভ পন্থের উপর।
শুধু নির্বাসিত নয়, তাঁকে ৩০ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। এমনকি, তিনবার একই ভুল করার জন্য, বাকি ক্রিকেটারদের ম্যাচ ফির ৫০ শতাংশ অথবা প্রায় ১২ লাখ টাকা জমা দিতে হবে। তবে যেহেতু ঋষভ পন্থ দলের ক্যাপ্টেন সেকারণে তাঁর শাস্তি বেশি হবে।