ঋষভ পন্থের (Rishabh Pant) মুখের প্লাস্টিক সার্জারি করানো হয়েছে । তাঁর মস্তিষ্ক ও শিরদাঁড়ার MRI রিপোর্টও স্বাভাবিক । আপাতত পন্থের শারীরিক অবস্থা স্থিতিশীল । দেরাদুনের হাসপাতাল সূত্রে এমনই জানানো হয়েছে । উল্লেখ্য, শুক্রবারই ভয়াবহ গাড়ি দুর্ঘটনার মুখে পড়েন ভারতীয় ক্রিকেট দলের উইকেট কিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ (Rishabh Pant Health Update) । গুরুতর আঘাত লাগে তাঁর মাথা, পিঠ ও পায়ে ।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ঋষভ পন্থের মস্তিষ্কের ও শিরদাঁড়ার এমআরআই করানো হয়। তার রিপোর্ট স্বাভাবিক । শুক্রবার রাতেই তাঁর মুখের প্ল্যাস্টিক সার্জারি করানো হয়েছে। গোড়ালি ও হাঁটুতে ব্যথা ও ফুলে যাওয়ার জন্য শুক্রবার এম আর আই করানো হয়নি । শনিবার তার এমআরআই করানো হবে বলে জানা গিয়েছে । ম্যাক্স হাসপাতালের চিকিৎসকরা মনে করছেন, পন্থের ডান হাঁটুতে আঘাত লেগেছে। লিগামেন্টেও আঘাত রয়েছে । গোড়ালির লিগামেন্টেও চোট লেগেছে ।
আরও পড়ুন, Rishabh Pant Accident: কোথায় কোথায় চোট ঋষভ পন্থের, বিবৃতি দিয়ে জানাল বিসিসিআই
হাতে বেশ কয়েকদিনের ছুটি থাকায় উত্তরাখণ্ডে পরিবারের সঙ্গে নতুন বছর উদযাপন করতে যাচ্ছিলেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant Car Accident)। মা-কে সারপ্রাইজ দেবেন ভেবেছিলেন । সেইসময়ই ভোরের দিকে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন তিনি । পন্থ পুলিশকে জানিয়েছেন যে, তিনি ঘুমিয়ে পড়েছিলেন। সেই কারণেই দুর্ঘটনা ঘটে। গাড়িটি একটি ডিভাইডারে ধাক্কা মারে। আগুন লেগে যায়। নিজেকে বাঁচাতে গাড়ির উইন্ডস্কিন ভেঙে বাইরে বেরিয়ে আসেন এই ভারতীয় ক্রিকেটার।