গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ার পর রীতিমতো প্রশ্নের মুখে পড়েছিল ঋষভ পন্থের ভবিষ্যৎ৷ সব আশঙ্কা জয় করে মাঠে ফিরেছেন তিনি। ৯০৩ দিন পর আইপিএলে দুর্দান্ত অর্ধশতরান করেছেন পন্থ। তারপরেও বড়সড় শাস্তি পেতে হল তাঁকে।
রবিবার বিশাখাপত্তনমে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছিল পন্থের দিল্লি। চেন্নাইয়ের ইনিংসে মন্থর বোলিংয়ের জন্য সমালোচনার মুখে পড়েছেন পন্থ। তাঁর ১২ লক্ষ টাকা জরিমানা হয়েছে।
আইপিএলের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, পন্থের দল এমন ভুল এই প্রথমবার করেছে। আইপিএলের নিয়ম অনুযায়ী অধিনায়ককে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
জরিমানা হলেও ম্যাচে দারুণ পারফর্ম করেছেন পন্থ। ৩২ বলে ৫১ রানের ইনিংস খেলেছেন তিনি। দিল্লি ম্যাচ জিতেছে ২০ রানে।