অবসর নিলেন রজার ফেডেরার (Roger Federer)। অবসান টেনিসের এক অধ্যায়। বৃহস্পতিবার হঠাৎ করেই অবসরের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন রজার। ২০তম গ্র্যান্ডস্লাম জয়ী তারকাকে আর মাঠে নামতে দেখা যাবে না। বলা যায়, ফেডেরারের বিদায়ে পরিসমাপ্তি হল ক্লাসিক টেনিসের।
টুইটারকেই নিজের অবসরের মঞ্চ হিসেবে ব্যবহার করেন রজার ফেডেরার। গত ২৪ বছরের কেরিয়ারে তাঁর সঙ্গে ছিলেন, প্রত্যেককে ধন্যবাদ জানান তিনি। আপামর বিশ্বে তাঁর অনুরাগীদেরও ধন্যবাদ জানান তিনি। আগামী সপ্তাহে লেভার কাপ খেলে অবসর নেবেন তিনি।
আরও পড়ুন: প্রয়াত পাকিস্তানের আম্পায়ার আসাদ রাউফ
কেরিয়ারে ২০টি গ্র্যান্ডস্লাম জিতেছেন। তার মধ্যে উইম্বলডনে জিতেছেন ৮টি গ্র্যান্ডস্লাম। ৬বার ওয়ার্ল্ড টুর ফাইনালও জেতেন তিনি। পাওয়ার টেনিসের যুগেও ফেডেরার ক্লাসিকের অনুরাগী ছিল গোটা বিশ্ব। এদিনের অবসর গ্রহণের পর আর দেখা যাবে না ফেডেরার ম্যাজিক।