এখনও বছর ঘোরেনি। কলকাতা এসে ফুটবলপ্রেমীদের মাতিয়ে দিয়ে গেলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। এবার পুজোর আগেই কলকাতা আসতে পারেন রোনাল্ডিনহো (Ronaldinho)। এমনই খবর প্রকাশ করেছে দ্যা ওয়াল।
বিশ্ব ফুটবল নিয়ে বরাবরই উত্তেজনায় ফুটতে থাকে কলকাতা। পেলে, মারাদোনা সহ একাধিক ফুটবলার রাজ্যে এসেছেন। এবার পুজোর আগে রাজ্যে আসতে পারেন রোলান্ডিনহো। তাঁকে রাজ্যে নিয়ে আসার জন্য উদ্যোগ নিয়েছেন উদ্য়োগপতি শতদ্রু দত্ত।
Read More- পথ দেখিয়েছেন মমতা, লোকসভায় মহিলা বিল বিতর্কে দাবি তৃণমূলের
এবিষয়ে একটি বাংলা সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে শতদ্রু জানিয়েছেন, পুজোর আগে ১৬, ১৭, ১৮ অক্টোবর রোনাল্ডিনহোকে কলকাতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে কথাবার্তাও হয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানানো হয়েছে।