সৌদি আরবে (Saudi Arab) নতুন বাড়ি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) । আল নাসেরে খেলতে যাওয়ার পর থেকেই একটি বিলাসবহুল হোটেলে থাকছিলেন তিনি । অবশেষে স্থায়ী ঠিকানা পেয়েছেন বলে খবর । মা, স্ত্রী ও সন্তানদের নিয়ে সেখানেই থাকবেন । ইতিমধ্যে মা-কে নিয়ে নতুন বাড়িতে উঠেছেন বলে খবর । সৌদিতে রোনাল্ডোর নতুন বাড়ি নিয়ে চর্চার পাশাপাশি আরও একটা বিষয় নিয়ে আলোচনা চলছে সর্বত্র । গত কয়েকদিনে রোনাল্ডোর বিপুল পরিমাণ হোটেল খরচ । যার অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে আপনারও ।
সৌদিতে ‘ফোর সিজন্স’ হোটেলের কিংডম টাওয়ারে ছিলেন রোনাল্ডো । সেখানের অন্যকম সেরা স্যুটে রাখা হয়েছিল তাঁকে । তাঁর ঘর থেকে নাকি গোটা রিয়াধ শহর দেখা যেত । সামুদ্রিক মাছ, ভেড়া, মুরগির মাংস...তাঁর এলাহি খাবারেও ছিল বৈচিত্র্য । ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত এক মাসে ওই হোটেলে থাকতে রোনাল্ডোর খরচ হয়েছে প্রায় আড়াই লক্ষ পাউন্ ড। ভারতীয় মুদ্রায় যা প্রায় আড়াই কোটি টাকা ।
আরও পড়ুন, ISL Final : গোয়ায় ভারতীয় ফুটবলের সেরা যুদ্ধ, ১৮ মার্চ আইএসএল ফাইনাল
বিলাসবহুল হোটেলে শুধু রোনাল্ডো নয়, তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং নিরাপত্তারক্ষীদের জন্যে ছিল আরও ১৬টি ঘর । রোনাল্ডোর ঘরের পাশেই ছিল ব্যক্তিগত অফিস, ডাইনিং রুম এবং মিডিয়া রুমও। এছাড়া, টেনিস কোর্ট, স্পা, স্টিম রুম ইত্যাদি বিলাসবহুল ব্যবস্থাও ছিল ।