দুরন্ত ফর্মে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো । একের পর এক কীর্তি গড়ছেন, রেকর্ড ভাঙছেন । এবার মনে হয় বছরের সেরা গোলের পুরষ্কারটাও তাঁর ঝুলিতেই আসবে । কেন ? সম্প্রতি, আল আখদাউদ বনাম আল নাসেরের ম্যাচে জোড়া গোল করেছেন ক্রিশ্চিয়ানো । তার মধ্যে একটি গোলকেই বর্ষসেরা মনে করছেন অনেকে । ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই গোল করার ভিডিও । যা দেখে ভাষা হারিয়েছেন নেটিজেনরা ।
ভাইরাল ভিডিওতে দেখা গেল, ম্যাচের তখন ৮০ মিনিট । বাঁ দিক থেকে আল নাসেরের আক্রমণ শুরু হয়েছিল । সেখান থেকে মাঝমাঠে এক ফুটবলার পাস পেয়ে যান । কিন্তু গোল করতে সফল হন না । এরপরই বল যায় রোনাল্ডোর কাছে । তখন পর্তুগিজ ফুটবলার যেভাবে ৩০ গজ দূর থেকে উঁচিয়ে শট করলেন,তা সত্যিই অভাবনীয় ।
চলতি মরশুমে সৌদির ক্লাব আল নাসেরে যোগ দেন রোনাল্ডো। আল নাসেরের জার্সিতে ৪২ ম্যাচ খেলে ৩৬ টি গোল করেছেন। চলতি বছর, ৬১ টি গোল করে নজির গড়েছেন রোনাল্ডো ।