চলতি আইপিএল (IPL 2022) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) কাছে দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছিল। শেষ ম্যাচেও সেই দুঃস্বপ্নের আঁচ মুছল না। ধোনির দলকে ৫ উইকেটে হারিয়ে ইডেনে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ার খেলার ছাড়পত্র পেয়ে গেল সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। হারের হ্যাটট্রিক করে টুর্নামেন্ট শেষ করল চেন্নাই সুপার কিংস। ঐতিহ্যবাহী ব্রেবোর্ন স্টেডিয়ামে (Brabourne stadium) ব্যাট হাতে ম্যাচ জেতালেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর ২৩ বলে অপরাজিত ৪০ রানের কাছে ফিকে হয়ে গেল চেন্নাইয়ের মইন আলির ৫৭ বলে ৯৩ রানের দুরন্ত ইনিংসও। প্রতিযোগিতায় কমলা টুপির দাবিদার জস বাটলার হঠাৎ করেই ছন্দ হারিয়েছেন। চেন্নাই ম্যাচেও তাঁর ব্যাটে রান পাওয়া গেল না।
আরও পড়ুন: চেন্নাই ফ্যানদের জন্য দারুণ খবর, ২০২৩ সালে হলুদ জার্সির হয়েই খেলবেন ধোনি
১৫১ রান তাড়া করতে নেমে যশস্বী জয়সোয়াল বাদে রাজস্থানের (Rajasthan Royals) কোনও ব্যাটার রান পাননি। প্রথম সারির ব্যাটাররা সবাই ব্যর্থ। এই অবস্থায় মাঝের সারিতে একটু আগেই নামিয়ে দেওয়া হয় অশ্বিনকে। মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধরে দলকে জেতালেন অশ্বিন।
ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে চেন্নাই (Chennai Super Kings)। প্রথম ওভারেই রুতুরাজ গায়কোয়াড়কে হারায় তারা। তবে এর পর চেন্নাইকে শক্ত ভিতের উপরে দাঁড় করিয়ে দেন ডেভন কনওয়ে এবং মইন আলি। দ্বিতীয় উইকেটে ওঠে ৮৩ রান। রাজস্থানের বোলারদের উপর চড়াও হন মইন আলি। বিশেষ করে বোল্টের বল নিয়ম করে মাঠের বাইরে ফেলতে থাকেন মইন। আইপিএলের শেষ ম্যাচে জ্বলে উঠলেন তিনি।
এরপর মইনের সঙ্গে যোগ দেন ধোনি। চেন্নাইয়ের অধিনায়ক ধীরগতিতে ইনিংস এগিয়ে নিয়ে গেলেও মইন আগাগোড়া আক্রমণাত্মক মানসিকতা নিয়েই খেলতে থাকেন। ১৯ বলে অর্ধশতরান করেন। শতরানের দিকেও এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু ওবেদ ম্যাকয়ের বলে ছয় মারতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন রিয়ান পরাগের হাতে।