আগের ম্যাচে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) কাছে হেরে প্লে অফের টিকিট থেকে এক ধাপ দূরে রয়ে গিয়েছিল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। রবিবার রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে জিতলেই প্লে অফ নিশ্চিত। অন্যদিকে, লখনউর বিরুদ্ধে জিতলে রাজস্থানের সামনেও প্লে অফের টিকিট নিশ্চিত হওয়ার হাতছানি। এই অবস্থা থেকেই রবিবারের দ্বিতীয় ম্যাচে ব্রেবোর্ন স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসকে (RR beat LSG by 24 runs) ২৪ রানে হারিয়ে দিল রাজস্থান রয়্যালস। বিলম্বিত হয়ে রইল লখনউ'র প্লে-অফে পৌঁছনোর সম্ভাবনা।
যদিও প্লে-অফে যোগ্যতা অর্জন করা এবং প্রথম দুইয়ে থেকে লিগ (IPL 2022) শেষ করার রাস্তা এখনও খোলা রয়েছে সুপার জায়ান্টসের সামনে। তবে তাদের ভবিষ্যৎ নির্ভর করবে শেষ রাউন্ডের ম্যাচের ফলাফলের উপরে।
আরও পড়ুন: সোমবার মুখোমুখি পাঞ্জাব ও দিল্লি, প্লে-অফে যেতে মরিয়া দুই দলই
টস জিতে শুরুতে ব্যাট করতে নামে রাজস্থান (Rajasthan Royals)। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৭৮ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে লখনউ ২০ ওভারে ৮ উইকেটে ১৫৪ রানে আটকে যায়।
রাজস্থানের হয়ে যশস্বী জসওয়াল ৪১, জোস বাটলার ২, সঞ্জু স্যামসন ৩২, দেবদূত পাডিক্কাল ৩৯, রিয়ান পরাগ ১৯, জিমি নিশাম ১৪, রবিচন্দ্রন অশ্বিন অপরাজিত ১০ ও ট্রেন্ট বোল্ট অপরাজিত ১৭ রান করেন।
লখনউয়ের শুরুটাও ভাল হয়নি। তৃতীয় ওভারের প্রথম ও দ্বিতীয় বলে কুইন্টন ডিকক (৭) ও আয়ুষ বাদোনিকে (০) তুলে নিয়ে লখনউকে চাপে ফেলে দেন ট্রেন্ট বোল্ট। ষষ্ঠ ওভারে অধিনায়ক লোকেশ রাহুলকে (১৯ বলে ১০) ফেরান প্রসিদ্ধ কৃষ্ণ। বিপর্যয় সামলে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দীপক হুডা ও ক্রূণাল পান্ডিয়া। তখনই ধাক্কা অশ্বিনের। ২৫ রান করে আউট হন ক্রূণাল। ২ ওভার পরেই দীপক হুডাকে তুলে নিয়ে লখনউর আশা একেবারে শেষ করে দেন যুজবেন্দ্র চাহাল। ৩৯ বলে ৫৯ রান করেন হুডা। ১৭ তম ওভারে ২ বলের ব্যবধানে জেসন হোল্ডার (১) ও দুষ্মন্ত চামিরাকে (০) ফেরান ওবেদ ম্যাককয়। ১৭ বলে ২৭ রান করেন মার্কাস স্টয়নিস। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৪ তোলে লখনউ।