আবার শিরোনামে সেই যশ বাটলার(Jos Buttler)। একক দক্ষতাতেই ফারাক গড়ে দিলেন আইপিলের(IPL 2022) এই লড়াইয়ে। শুক্রবার আবার বাটলার তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই মারকাটারি ইনিংস উপহার দিলেন আইপিএল প্রেমীদের। এবারের আইপিএলে সাত নম্বর ম্যাচ খেলতে নেমেই তিন নম্বর সেঞ্চুরি করে ফেললেন রাজস্থানের(Rajasthan Royals) এই ব্যাটার। বিরাট কোহলির(Virat Kohli) পর তিনিই সেই ব্যাটার, যিনি আইপিএলের(IPL 2022) এক মরসুমে তিনটে শতরান করলেন। শতরানের তালিকায় এখনও প্রথমে আছেন ক্রিস গেইল(Chris Gayle), তাঁর ঝুলিতে রয়েছে ছয়টি সেঞ্চুরি। এরপরেই পাঁচটি সেঞ্চুরি আছে বিরাটের এবং চারটি সেঞ্চুরি করে তিন নম্বরে রয়েছেন যশ বাটলার(Jos Buttler)।
প্রথম থেকেই ব্যাটে ঝড় তোলে রাজস্থান(RR)। প্রথম পাওয়ার প্লে শেষেই রাজস্থানের রান গিয়ে দাঁড়ায় বিনা উইকেটে ৪৪। ১০ ওভার পরে সেই রান বেড়ে দাঁড়ায় ১০৪। মাত্র ২ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভার শেষে রাজস্থানের(RR) স্কোরবোর্ড থামে ২২২ রানে।
রান তাড়া করতে নেমে কিছুটা ধীরে শুরু করে দিল্লি(Delhi Capitals)। কিন্তু প্রথম পাওয়ার প্লে শেষেই তারা ২ উইকেট খুইয়ে তোলে ৫৫ রান। ১০ ওভার শেষে সেই রান গিয়ে দাঁড়ায় ৩ উইকেটে ৯৯। ধীরে রান তোলায় ক্রমাগত কমতে থাকে রান রেট। একসময় এই চাপের কাছেই হার মানে দিল্লি ক্যাপিটালস(DC)। বড় শট খেলতে গিয়ে উইকেট হারাতে থাকে তারা। যদিও শেষ ওভারে জ্বলে ওঠার চেষ্টা করেছিল দিল্লি(DC)। রোভম্যান পাওয়েল(Rovman Powell) বেশকিছু বড় শট নিলেও হার বাঁচাতে পারলেন না। ৮ উইকেট খুইয়ে দিল্লির(Delhi Capitals) স্কোর গিয়ে থামে ২০৭ রানে। হারতে হয় মাত্র ১৫ রানে।