২০২২ এর আইপিএল শুরু হওয়ার অষ্টম দিনের মাথায় দুর্ধর্ষ শতরানের সাক্ষী রইল ডি ওয়াই পাটিল স্টেডিয়ামের দর্শকরা। মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ম্যাচে দারুণ শতরান করলেন রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলার (Jos Buttler)। তাঁর ৬৮ বলে ১০০ রানের ইনিংসটি সাজানো রইল (Jos Buttler century) ১১'টি দারুণ বাউন্ডারি এবং ৫'টি চোখধাঁধানো ওভার বাউন্ডারি দিয়ে। যখন তিনি আউট হলেন, মাত্র ১৩ রানেই আরেক ওপেনার জয়সওয়ালের উইকেট খুইয়ে বিপদে পড়া রাজস্থানের (Rajsthan Royals) স্কোরবোর্ডে তখন উঠে গিয়েছে ১৮৪ রান। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৩ রান করে রাজস্থান।
আরও পড়ুন: ফের জালিয়াতির শিকার! প্যান কার্ডের অপব্যবহার করে তোলা হয়েছে টাকা, অভিযোগ রাজকুমার রাওয়ের
মুম্বইয়ের (Mumbai Indians) হয়ে দুর্দান্ত বোলিং করলেন মিলস ও বুমরাহ। দুজনেই যথাক্রমে ৩'টি করে উইকেট নেন। রাজস্থানের হয়ে বাটলার আর হেতমায়ার (১৪ বলে ৩৫ রান) ছাড়া আর কোনও ব্যাটারই ৩০ রানের বেশি করতে পারেননি।
জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু মুম্বইয়ের। ৯ ওভারে তাদের রান ২ উইকেট হারিয়ে ৮২।