IPL 2022, RR vs MI: শনিবারের দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে ধুঁকতে থাকা মুম্বই ইন্ডিয়ান্সের

Updated : Apr 29, 2022 13:45
|
Editorji News Desk

শনিবারের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। আইপিএলের (IPL 2022) প্রথম সিজন থেকেই খেলছে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু, চলতি আইপিএলের মতো খারাপতম সিজন তাদের আর কখনও দেখতে হয়নি। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন মুম্বই, পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই এখনও পর্যন্ত আটটি ম্যাচ খেলে হেরেছে আটটিতেই। লিগ টেবিলে তাদের স্থান সব দলের নিচে।

প্লে-অফে খেলা শুধু মুশকিলই নয়, না-মুমকিনও বটে! এই অবস্থায় দাঁড়িয়ে একটা জয়ের জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছে টিম ম্যানেজমেন্ট (Mumbai Indians)। এমনিতেই দলের ভিতরে সর্বত্র হাল ছেড়ে দেওয়া ভঙ্গি। সেটা স্বাভাবিক। তবুও, একটি জয় যেনতেন প্রকারেণ চাই তাদের।

আরও পড়ুন: শনিবার ব্রেবোর্নে মুখোমুখি গুজরাট ও আরসিবি, ম্যাচ শুরু আগেই চাপে বিরাটরা

এর আগে প্রথমবার আইপিএল (IPL 2022) খেলতে আসা লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) রীতিমতো দুরমুশ করে হারিয়ে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সকে। ম্যাচটি লখনউ জেতে ৩৬ রানে। নিজেদের ঘরের মাঠ ওয়াংখেড়েতে ১৬৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে মুম্বই ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে শেষমেশ তুলতে পেরেছিল ১৩২ রান। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই কার্যত কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স।

অন্যদিকে, লিগ টেবিলে (IPL league table) এই মুহূর্তে দ্বিতীয় স্থানে থাকা রাজস্থান রয়্যালস রয়েছে আত্মবিশ্বাসের তুঙ্গে। সামনে আসা যে কোনও চ্যালেঞ্জকেই হেলায় হারিয়ে দিতে প্রস্তুত তারা। টানা তিন ম্যাচে জয় পেয়ে রীতিমতো চেগে আছে তারা। ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়লাভের ব্যাপারে আশাবাদী তারা।

এর আগের ম্যাচেই আরসিবিকে (RR beat RCB) ২৯ রানে হারিয়ে দিয়েছিল রাজস্থান। মাত্র ১৪৪ রান করে আরসিবিকে ১১৫ রানের মধ্যে ওই ম্যাচে বেঁধে দিয়েছিল রয়্যালসরা! রিয়ান পরাগের দারুণ পঞ্চাশ ও আঁটোসাঁটো বোলিং-এর সৌজন্যে। মুম্বইয়ের বিরুদ্ধেও তাঁর ফর্ম অক্ষুণ্ণ থাকবে বলে আশা করছে টিম ম্যানেজমেন্ট।

Mumbai IndiansIPL 2022RR

Recommended For You

editorji | খেলা

Steve Smith Retires : ৯৬ বলে ৭৩, একদিনের ক্রিকেটে থেমে গেল স্টিভ স্মিথের জয়রথ

editorji | খেলা

Virat Kohli : কোহলিয়ানায় ভেসে ক্রিকেট বিশ্ব, King-এর কাছে মাইলস্টোন নয়, ফোকাস ভারতের জয়

editorji | খেলা

India vs Australia: তেইশের বদলা চেজমাস্টার বিরাটের, হার্দিকের ছয়ে শাপমোচন, অজিদের হারিয়ে ফাইনালে ভারত

editorji | খেলা

India Vs Australia : বরুণ বনাম অস্ট্রেলিয়া, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে সেট এই রিংটোন

editorji | খেলা

Champions Trophy 2025 : গ্রুপ-এ থেকে চ্যাম্পিয়ন কে হবে? নিউজিল্যান্ডের বিরুদ্ধে একাধিক পরিবর্তনের ইঙ্গিত