৫৭ বলে রুতুরাজের অপরাজিত ১২৩ রান। গুয়াহাটির বর্ষাপাড়ায় অস্ট্রেলিয়ার সামনে ২২৩ রানের টার্গেট দিল ভারত। সিরিজের তৃতীয় ম্যাচে এদিন প্রথমে ব্যাট করে ভারত। প্রাথমিক ঝটকা সামলে হাল ধরেন ঋতু এবং অধিনায়ক সূর্য কুমার যাদব। এই ম্যাচে অধিনায়ক স্কাইয়ের অবদান ২৯ বলে ৩৯ রান। ২৪ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন তিলক বর্মা। এই ম্যাচে রান পেলেন না যশস্বী এবং ইশান।
গুয়াহাটির বর্ষাপাড়ার মাঠেও টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান অজি অধিনায়ক ম্যাথু ওয়েড। প্রথমে ব্যাট করতে পেরে খুশি ভারত অধিনায়ক সূর্য কুমার যাদব। তিনি জানিয়েছেন, ম্যাচের প্রথম ওভার থেকে এই মাঠে শিশির ফ্যাক্টর হতে চলেছে। তাই দলকে এই ব্যাপারে সতর্ক করেছেন তিনি। গুয়াহাটির ম্যাচে ভারতীয় দলে একটি পরিবর্তন মুকেশ কুমারের জায়গায় এসেছেন আবেশ খান।
এই ম্যাচের আগে অস্ট্রেলিয়া ফিরে গিয়েছেন স্টিভ স্মিথ ও অ্যাডাম জাম্পা। তবে দেশে ফেরার আগে, গুয়াহাটির এই ম্যাচে খেলছেন ম্যাক্সওয়েলরা। এই ম্যাচে খেলছেন ট্রাভিড হেডও। এই ম্যাচ থেকেই সিরিজ জিততে চান ভারত অধিনায়ক সূর্য কুমার যাদব।
ভারতের মতোই আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের শক্তি দেখে নিতে চাইছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সোমবারই দলের সঙ্গে যোগ দিয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার জশ ফিলিপস এবং ব্যাটার বেন ম্যাকডারমট।