ডিপ ফেকের শিকার হলেন স্বয়ং সচিন তেন্ডুলকর! তা নিয়ে সোস্যাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়তে দেখা গেল তাঁকে। উল্লেখ্য এর আগে ডিপ ফেকের শিকার হয়েছিলেন সচিনকন্যা সারা তেন্ডুলকর। ভারতীয় ক্রিকেট দলের উঠতি তারকা শুভমন গিলের সঙ্গে সারার ডিপ ফেক ছবি ভাইরাল হয়েছিল। ডিপ ফেকের শিকার হয়েছেন রশ্মিকা মান্ধানার মতো অনেক সেলিব্রিটিও।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শচীনের একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। তাতে একটি গেমিং অ্যাপ্লিকেশনের প্রচার করতে দেখা গিয়েছে মাস্টার ব্লাস্টার্সকে। ওই গেমিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে অর্থ উপার্জনের সুবিধে নিয়ে কথা বলতে শোনা গিয়েছে সচিনকে। অথচ আদতে তিনি এমন কিছু করেননি৷ ৩০ সেকেন্ডের ভিডিওটি একদমই ভুয়ো।
Ram Lalla: ১৮ তারিখ মন্দিরের গর্ভগৃহে 'রাম লালা'র প্রতিষ্ঠা, অনুষ্ঠান সূচি প্রকাশ করল ট্রাস্ট
সোস্যাল মিডিয়ায় সচিন লিখেছে, 'এই ভিডিয়োটি নকল। মানুষকে বোকা বানানোর জন্য এটি বানানো হয়েছে। এ ভাবে প্রযুক্তির অপব্যবহার হতে দেখে খারাপ লাগছে। সকলের কাছে আমার অনুরোধ এই ভিডিও বিজ্ঞাপন এবং অ্যাপ্লিকেশন দেখলেই সঙ্গে সঙ্গে রিপোর্ট করুন।'
রীতিমতো রাগে ফেটে পড়েছেন ক্রিকেট কিংবদন্তি। তিনি লিখেছেন, 'সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকেও এই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। অভিযোগ জানালে দ্রুত পদক্ষেপ নিতে হবে। মিথ্যে খবর ছড়ানো বন্ধ করতে, ডিপফেকের অপব্যবহার রুখতে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।'